এবি ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট: সুবিধা, ফি ও খোলার নিয়ম ২০২৬

Asif Mahmud

আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

Asif Mahmud

আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য এবি ব্যাংক অন্যতম একটি ভালো বিকল্প হতে পারে। বয়স ১৮ হোক কিংবা না হোক, স্টুডেন্টরা এবি ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবে।

নিচে AB Bank Student Account এর সুবিধা, রিকোয়ারমেন্টস, অ্যাপ্লিকেশন প্রসেসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে।

এবি ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্টের সুবিধাসমূহ

প্রথমেই আমরা জানবো এবি ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট এর বেনিফিট সম্পর্কে। Low মিনিমাম ব্যালেন্স ডিপোজিটসহ অন্যান্য যে সুবিধাগুলো এবি ব্যাংক একাউন্টে পাওয়া যায়, সেগুলো হচ্ছে:

  • কোন প্রকার একাউন্ট মেইনটেনেন্সের জন্য মাসিক ফি নেই।
  • ফ্রি ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থার সুযোগ রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকেই আপনার একাউন্টের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
  • ফ্রি ডুয়াল কারেন্সি মাস্টার কার্ডের সুবিধা রয়েছে, যার মাধ্যমে আপনি দেশ-বিদেশে বিভিন্ন জিনিস ক্রয় করতে পারবেন।
    স্টুডেন্ট একাউন্টের সাথে চেক বুক ফ্যাসিলিটিস রয়েছে।
  • ফ্রি ফান্ড ট্রান্সফারসহ মোবাইল রিচার্জের সুবিধা রয়েছে।
  • এছাড়াও, এবি ব্যাংক কর্তৃক স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে সেভিংস এবং ট্রানজেকশনের উপর ভিত্তি করে বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়।

এবি ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্টের ধরণসমূহ

এবি ব্যাংক স্টুডেন্টদের জন্য দুই ধরনের ব্যাংক একাউন্ট অফার করে, যেমন: একটি হচ্ছে এবি মেজর একাউন্ট এবং অন্যটি হচ্ছে এবি মাইনর একাউন্ট।

এবি মেজর একাউন্ট হচ্ছে তাদের জন্য, যারা ১৮ বছর বা তার ঊর্ধ্বে। এবি মাইনর একাউন্ট হচ্ছে তাদের জন্য, যারা ১৮ বছরের নিচে রয়েছে।

তবে এবি মাইনর একাউন্টের ক্ষেত্রে তাদের অভিভাবক কর্তৃক ১৮ বছর না হওয়া পর্যন্ত অ্যাকাউন্ট পরিচালনা করতে হবে।

এবি ব্যাংকে কারা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে?

এবি ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে হলে স্টুডেন্টকে অবশ্যই নিম্নোক্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, যেমন:

  • আবেদনকারীকে অবশ্যই ফুল টাইম স্টুডেন্ট হতে হবে।
  • বাংলাদেশী ন্যাশনাল হতে হবে।
  • নিজেকে স্টুডেন্ট প্রুফ করার জন্য অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র থাকতে হবে।

এবি ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে কী কী লাগে?

এবি ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট টাইপ (এবি মেজর এবং এবি মাইনর) এর উপর ভিত্তি করে ডকুমেন্টস প্রয়োজন হয়।

নিচে এবি মেজর এবং এবি মাইনর একাউন্টের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো উপস্থাপন করা হয়েছে। আবেদন করার সময় অবশ্যই এই ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে যেতে হবে।

AB Major

এবি মেজর স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে আবেদনকারীর যেসব ডকুমেন্ট প্রয়োজন হবে, তা হচ্ছে:

  • এনআইডি কার্ড কিংবা জন্ম সনদ অথবা পাসপোর্ট।
  • স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি কিংবা প্রতিষ্ঠানের প্রধান হতে পাওয়া প্রত্যয়ন পত্র।
  • স্টুডেন্ট হিসেবে যদি কোন ফান্ডের সোর্স থাকে, তাহলে উক্ত সোর্সের ডকুমেন্টস।
  • স্টুডেন্টের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ফটোগ্রাফ।

AB Minor

এবি মাইনর স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে আবেদন করার সময় যে সব ডকুমেন্ট সঙ্গে নিয়ে আসতে হবে, তা হচ্ছে:

  • স্টুডেন্টের এনআইডি কার্ড, পাসপোর্ট, কিংবা জন্ম সনদের ফটোকপি।
  • স্টুডেন্ট আইডি কার্ড কিংবা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র।
  • স্টুডেন্টের গার্ডিয়ানের এনআইডি কার্ড, পাসপোর্ট, কিংবা জন্ম সনদের ফটোকপি।
  • স্টুডেন্ট এবং তার গার্ডিয়ানের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।
  • এগুলো ছাড়াও, এবি ব্যাংকে আবেদনের ক্ষেত্রে যদি অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হয়, তাহলে সেগুলো প্রদান করতে হবে; যেমন ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের ফটোকপি বা অন্যান্য ডকুমেন্টস।

এবি ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করার নিয়ম

এবারে চলুন এবি ব্যাংকের একাউন্ট কিভাবে ওপেন করবেন, সেটি ধাপে ধাপে জেনে নেওয়া যাক। তবে অ্যাকাউন্ট ওপেন করার আগে প্রথমেই উপরে উল্লেখিত ডকুমেন্টগুলো সংগ্রহ করতে হবে। এরপর নিচের ইন্সট্রাকশনগুলো ফলো করুন:

  • উপরে উল্লেখিত ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে আপনার নিকটস্থ এবি ব্যাংক ব্রাঞ্চে যেতে হবে।
  • ব্যাংকে ভিজিট করার পর একাউন্ট ওপেনিং কর্নারে যেতে হবে এবং তাদেরকে অ্যাকাউন্ট ওপেনিং সম্পর্কে জানাতে হবে।
  • এরপর তারা আবেদন করার জন্য একটি Account Opening Form আপনাকে প্রদান করবে। আপনার ডকুমেন্ট অনুযায়ী সঠিক তথ্য দিয়ে সেটি পূরণ করতে হবে।

এবি ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করার ফরম

  • আবেদন ফরমটি পূরণ করা হয়ে গেলে ডকুমেন্টগুলোসহ একাউন্ট ওপেনিং কর্নারে জমা দিতে হবে।
  • এরপর তারা আপনার আবেদনটি গ্রহণ করবে এবং একটি অ্যাকাউন্ট ওপেন করে দেবে। তবে অ্যাকাউন্ট একটিভেট হতে দু-তিন দিন সময় লাগতে পারে।
  • স্টুডেন্ট একাউন্টের আবেদন এপ্রুভ করা হলে তারা আপনার সাথে যোগাযোগ করবেন।
  • তারা প্রয়োজনে আপনার ঠিকানায় মেইল পাঠাতে পারে অথবা আপনার ফোন নম্বরে যোগাযোগ করতে পারে কিংবা আপনার ইমেইল ঠিকানায় মেইল পাঠাতে পারে।
  • এজন্য সঠিকভাবে আপনার ঠিকানা প্রদান করুন। অ্যাকাউন্ট একটিভেশন মেইল পাওয়ার পর আপনাকে ব্রাঞ্চে ভিজিট করতে হবে এবং মিনিমাম ব্যালেন্স ডিপোজিট করে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারবেন।

আরও পড়তে পারেন- ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট

এবি ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগে?

এবি ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার ক্ষেত্রে মিনিমাম ডিপোজিট প্রয়োজন। আপনি যদি ১৮ বছরের উপরে হয়ে থাকেন এবং এবি মেজর একাউন্টের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ডিপোজিট হিসেবে ব্যাংকে ৫০০ টাকা রাখতে হবে।

অন্যদিকে, এবি মাইনর একাউন্টের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স হিসেবে ১০০ টাকা ডিপোজিট রাখতে হবে। কিন্তু আপনি এই মিনিমাম ব্যালেন্স উইথড্র করতে পারবেন না।

আপনি চাইলে এর থেকে বেশিও ডিপোজিট রাখতে পারবেন, যা আপনার এভেলেবেল ব্যালেন্স হিসেবে ব্যাংকে জমা হবে এবং পরবর্তীতে উইথড্র করতে পারবেন।

ডেবিট কার্ড এবং চেকবই

এবি ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার পর ব্যাংক কর্তৃক সেটি এপ্রুভ হলে আপনাকে ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড প্রদান করা হবে। তবে চেকবুক যদি আপনি চান, তাহলে এর জন্য অতিরিক্ত টাকা প্রদান করতে হবে।

আপনি চাইলে এটি ব্রাঞ্চ থেকে সংগ্রহ করতে পারবেন। তবে, আপনি চাইলে এটি আপনার ঠিকানায় মেইল করে ব্যাংক কর্তৃক পাঠানো হবে।

এবি ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট কত?

এবি ব্যাংক স্টুডেন্টদের ক্ষেত্রে নির্ধারিত সেভিংসের উপর ভিত্তি করে ইন্টারেস্ট প্রদান করে। এবি ব্যাংক স্টুডেন্টদেরকে বাৎসরিক ৩.২৫% ইন্টারেস্ট প্রদান করে। তবে আপনার একাউন্টে যদি লো ব্যালেন্স থাকে, তাহলে এটি প্রযোজ্য হবে না।

এবি ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট এর মেয়াদ

এবি ব্যাংক একাউন্ট ওপেন করার পাশাপাশি এর ভ্যালিডিটি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবি ব্যাংক একাউন্টের ভ্যালিডিটি সর্বোচ্চ ২৫ বছর বয়স পর্যন্ত

সুতরাং, ২৫ বছর পূর্ণ হওয়ার আগেই আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে তারা আপনার অ্যাকাউন্টটি রেগুলার সেভিংস একাউন্টে কনভার্ট করে দেবে। রেগুলার একাউন্টে কনভার্ট হওয়ার পর আপনি আর স্টুডেন্ট একাউন্টের সুবিধা ভোগ করতে পারবেন না।

এবি স্টুডেন্ট অ্যাকাউন্টের লেনদেনের লিমিট

এবি ব্যাংকের স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে ট্রানজেকশনের জন্য কোন ধরা বাধা নিয়ম নেই। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী প্রতিদিন ট্রানজেকশন করতে পারবেন।

তবে আপনাকে যে ডুয়াল কারেন্সি কার্ড প্রদান করা হবে, এই কার্ড দ্বারা আপনি প্রতিদিন সর্বোচ্চ ২ লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন।

এবি ব্যাংক কন্টাক্ট নাম্বার

এবি ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট সম্পর্কিত যেকোনো তথ্য জানতে কিংবা আপনার ব্যাংক একাউন্টের কোন সমস্যার সমাধানের ক্ষেত্রে, আপনি সরাসরি এবি ব্যাংকের হট লাইন নাম্বার 16207-এ যোগাযোগ করতে পারবেন।

দেশের বাইরে থেকে যোগাযোগ করার জন্য +88-09678916207 এই নাম্বারে ডায়াল করুন।

এবি স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কিত প্রশ্নোত্তর

এবি ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার জন্য এখানে বেশ কিছু প্রশ্ন এবং তাদের উত্তর প্রদান করা হয়েছে:

আমি কি অনলাইনে এবি ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট ওপেন করতে পারবো?

না, এবি ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট অনলাইনে ওপেন করার কোন সুযোগ নেই। এজন্য আপনাকে নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে ওপেন করে নিতে হবে।

আমি কি বাংলাদেশের বাইরে থেকে এবি ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট ওপেন করতে পারবো?

না, আপনি বিদেশ থেকে এবি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই নিজ দেশের এবি ব্যাংক ব্রাঞ্চে ভিজিট করতে হবে।

আমি কি ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের জন্য এবি ব্যাংকের ডুয়াল কারেন্সি ব্যবহার করতে পারব?

হ্যাঁ, এবি ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড দ্বারা আপনি ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করতে পারবেন।

এবি ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট খোলার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত হতে হবে?

এবি মেজরের ক্ষেত্রে সর্বনিম্ন ১৮ বছর এবং মাইনরের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হিসেবে ১৩ থেকে ১৪ হতে হবে।

Asif Mahmud

আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *