ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা, ফি, ও খোলার নিয়ম ২০২৬
আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।
আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।
বাংলাদেশে স্টুডেন্ট ব্যাংকিং হিসেবে ইসলামী ব্যাংক বেশ জনপ্রিয়। স্টুডেন্ট একাউন্টের বিভিন্ন ধরনের সর্বোচ্চ সুযোগ-সুবিধা এবং হালাল ইন্টারেস্টের পদ্ধতির জন্য স্টুডেন্টরা বিশেষ করে ইসলামী ব্যাংকের প্রতি অধিক আগ্রহ প্রকাশ করেন।
নিচে Islami Bank Student Account সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং খোলার উপায় সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে।
ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্টের সুবিধা সমূহ
আলোচনার সূচনায় প্রথমেই জেনে নেব ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্টে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা সম্পর্কে।
IBBL Student Account এর ক্ষেত্রে যে সব সুযোগ-সুবিধা এবং বেনিফিটসগুলো প্রদান করে, তার উল্লেখযোগ্য কিছু নিচে উপস্থাপন করা হলো:
- একাউন্ট ওপেন করার ক্ষেত্রে শুধুমাত্র ১০০ টাকা মিনিমাম ডিপোজিট করতে হবে।
- একাউন্ট মেন্টেনেন্সের ক্ষেত্রে কোনো প্রকার মাসিক চার্জ দিতে হবে না।
- একাউন্ট খোলার পরপরই ভিসা ডেবিট কার্ড প্রদান করা হয়, যার জন্য কোনো মাসিক খরচ দিতে হবে না।
- ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করার ক্ষেত্রে মাস্টার ডেবিট কার্ডের আবেদন করা যাবে, তবে ইন্টারন্যাশনাল কার্ডের জন্য মাসিক কিছু খরচ প্রযোজ্য হবে।
- ইসলামী ব্যাংক একাউন্ট অনলাইনে সেলফিন অ্যাপের মাধ্যমে নিজেই ওপেন করতে পারবেন এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ট্রানজেকশন সম্পন্ন করতে পারবেন।
- বিভিন্ন ট্রানজেকশন এবং কুয়েরির ক্ষেত্রে এসএমএস নোটিফিকেশনসহ অন্যান্য একাউন্টের মত খরচ দিতে হবে না; এটি সম্পূর্ণ ফ্রি।
- এছাড়াও, অর্থ সেভিংস এবং ট্রানজেকশনের উপর ভিত্তি করে ইসলামী ব্যাংক কর্তৃক স্টুডেন্টদেরকে বিভিন্ন সময় বোনাস এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়।
আরও পড়তে পারেন ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে।
কারা ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবে?
ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট শুধুমাত্র এলিজিবল স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য। সবাই এই একাউন্ট খুলতে পারবে না। স্টুডেন্ট একাউন্ট খোলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিম্নোক্ত এলিজিবিলিটি গুলো পূরণ করতে হবে, যেমন:
- অবশ্যই বাংলাদেশী ন্যাশনাল এবং স্টুডেন্ট হতে হবে।
- সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের নিচে হতে হবে।
- নিজেকে স্টুডেন্ট প্রমাণ করার জন্য স্টুডেন্ট আইডি কার্ড কিংবা ইনস্টিটিউশনের প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্র প্রদান করতে হবে।
ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে?
ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট যখন আপনি ওপেন করবেন, তখন আপনার সম্পর্কিত বেশ কিছু ডকুমেন্টস প্রদান করতে হবে, সেটা হোক অনলাইনে কিংবা সরাসরি ব্রাঞ্চে।
যেসব ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করতে হবে, সেগুলোর একটি লিস্ট নিচে প্রদান করা হলো:
- স্টুডেন্ট আইডি কার্ড। যদি স্টুডেন্ট আইডি কার্ড না থাকে, তাহলে অধ্যায়নরত ইন্সটিটিউশনের প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র প্রয়োজন হবে।
- NID card, পাসপোর্ট কিংবা জন্ম সনদ।
- রিসেন্ট তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।
- যাকে নমিনি করবেন, উক্ত নমিনীর NID card-এর ফটোকপি এবং পাসপোর্ট সাইজের এক কপি ফটোগ্রাফ।
- ঠিকানা প্রমাণের জন্য কোনো ট্যাক্স কিংবা ইউটিলিটি বিলের ফটোকপি (যেমন বিদ্যুৎ বিল, পানির বিল, কিংবা গ্যাস বিল)।
আপাতত এই ডকুমেন্টস গুলোই প্রয়োজন হবে। তবে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক কর্তৃক আরও অতিরিক্ত ডকুমেন্টেশনের জন্য প্রশ্ন করা হতে পারে। সে ক্ষেত্রে সেটি প্রদান করতে হবে।
ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট আপনি দুইটি পদ্ধতিতে করতে পারবেন। প্রথম পদ্ধতিটি হচ্ছে, আপনি নিজে নিজেই অনলাইনে CellFin অ্যাপের মাধ্যমে একাউন্ট ওপেন করে নিতে পারবেন।
অন্য পদ্ধতি হচ্ছে, সরাসরি নিকটস্থ ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে নেওয়া। নিচে এই দুইটি পদ্ধতি উপস্থাপন করা হয়েছে।
ব্রাঞ্চে গিয়ে IBBL Student Account খোলার নিয়ম
সবচেয়ে সহজ এবং নির্ভেজাল পদ্ধতি হচ্ছে ব্রাঞ্চে গিয়ে একাউন্ট ওপেন করে নেওয়া। ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে প্রথমেই উপরে মেনশন করা ডকুমেন্টসগুলো সংগ্রহ করুন এবং আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে ভিজিট করুন।
ইসলামী ব্যাংকের ব্রাঞ্চের আপনার লোকেশন অনুযায়ী ঠিকানা পেতে ভিজিট করুন Islami Bank Branch ওয়েবপেইজে।

এখানে আপনার জেলা এবং এড়িয়া সিলেক্ট করে নিকটস্থ সকল ব্রাঞ্চের তথ্য ও ঠিকানা পেয়ে যাবেন।
- এরপর ব্রাঞ্চে প্রবেশ করার পর হেল্প ডেস্ক থেকে কোথায় একাউন্ট ওপেন করবেন সেটি জেনে নিতে হবে।
- এরপর একাউন্ট ওপেনিং ডেস্কে গেলে তারা আপনাকে নিচের মত একাউন্ট অ্যাপ্লিকেশন ফর্ম প্রদান করবে।

- এই ফর্মের কয়টি ধাপ রয়েছে, সবগুলো ধাপ সঠিকভাবে পূরণ করতে হবে। এগুলো পূরণ করতে গিয়ে যদি আপনি কোনো সমস্যায় পড়েন বা কোনো স্টেপ না বোঝেন, সে ক্ষেত্রে হেল্প ডেস্ক থেকে জেনে নিতে হবে।
- সুতরাং ফর্মটি পূরণ করা হয়ে গেলে ডকুমেন্টসগুলোসহ সেটি অ্যাকাউন্ট ওপেনিং ডেস্কে জমা দিন। এরপর আপনার একাউন্ট ওপেনিং প্রক্রিয়া শুরু হবে।
- এটি প্রক্রিয়াকরণ হতে সর্বোচ্চ ৩০ মিনিট লাগতে পারে। একাউন্ট ওপেন করা হয়ে গেলে আপনাকে একটি মিনিমাম ডিপোজিটের রশিদ প্রদান করা হবে।
- এরপর ডিপোজিট কর্নারে মিনিমাম ডিপোজিট প্রদান করলেই একাউন্ট ওপেন হয়ে যাবে এবং আপনি তখন থেকেই আপনার একাউন্ট ব্যবহার শুরু করতে পারবেন।
অনলাইনে Islami Bank Student Account খোলার নিয়ম
ব্রাঞ্চে না গিয়ে আপনি চাইলে আপনার ফোন থেকে CellFin অ্যাপের মাধ্যমে একাউন্ট ওপেন করতে পারবেন।
CellFin অ্যাপ ওপেন করার জন্য আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হবে এবং একাউন্ট ওপেন করার ক্ষেত্রে নমিনির আইডি কার্ডের প্রয়োজন হবে।
- তবে ইসলামী ব্যাংক একাউন্ট CellFin-এর মাধ্যমে ওপেন করার পূর্বে আপনাকে CellFin অ্যাপটি রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- CellFin অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য Google Play Store কিংবা App Store থেকে সেলফিন অ্যাপটি ইন্সটল করুন।
- এরপর এটি ওপেন করে আপনার মোবাইল নাম্বার প্রদান করুন।

- এরপরের ধাপে আপনার কিছু পারসোনাল তথ্য প্রদান করতে হবে এবং আপনার ফেইস ভেরিফিকেশন করতে হবে।

- তাছাড়া আপনার এন আইডি কার্ডের সামনের এবং পিছনের অংশের ছবি তুলে আপলোড করতে হবে।
- ধাপে ধাপে এই তথ্যগুলো প্রদান করে সেলফিন অ্যাকাউন্ট রেজিস্টার সম্পন্ন করতে হবে।
CellFin অ্যাপ সঠিকভাবে রেজিস্ট্রেশন করা হয়ে গেলে পুনরায় নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন।
- CellFin-এ লগইন করুন। CellFin অ্যাপে লগইন করার পর হোম পেজ থেকে “Open AC” অপশন এ ক্লিক করুন।

- এর পরবর্তী যে ইন্টারফেস চলে আসবে সেখানে প্রথমেই আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করে নিতে হবে। আপনার লোকেশন অনুযায়ী ব্রাঞ্চ সিলেক্ট করুন।

- এরপর পিতা-মাতার নামসহ অন্যান্য তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে।
- এই ধাপটি পূরণ করার পর পরবর্তী ধাপে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে।

- আপনি যেহেতু স্টুডেন্ট একাউন্ট খুলবেন, এজন্য “Student Mudaraba Savings Account” অপশনটি সিলেক্ট করতে হবে।
- এর পরবর্তী পেজে নমিনির বিস্তারিত প্রদান করতে হবে, যেমন নমিনির নাম, পিতা-মাতার নাম, আইডি কার্ড নাম্বার এবং অন্যান্য তথ্যগুলো পূরণ করতে হবে।
আপনার কিছু হয়ে গেলে বা আপনার অবর্তমানে এই অ্যাকাউন্টের মালিক হিসেবে যাকে আপনার পছন্দ হয় সেই হচ্ছে নমিনি।
- এরপর “Confirm” বাটনে ক্লিক করতে হবে।
- এরপরের ইন্টারফেসে নমিনির আইডি কার্ডের সামনের এবং পিছনের দুই অংশের ছবি প্রদান করতে হবে।
- এরপর “Confirm” বাটনে ক্লিক করলেই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে।
- অ্যাকাউন্ট ওপেন করার পর এটি একটিভেট করার জন্য অবশ্যই সিলেক্ট করা ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে ভিজিট করতে হবে।
- এরপর মিনিমাম ব্যালেন্স ডিপোজিট করলেই আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে।
ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে কত টাকা লাগে?
ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট ওপেন করার ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স হিসেবে মাত্র ১০০ টাকা প্রয়োজন হবে। তবে আপনি চাইলে এর থেকে বেশি টাকাও ডিপোজিট করতে পারবেন।
অ্যাকাউন্ট ওপেন করার পর অ্যাকাউন্ট ওপেনিং ডেস্ক থেকে আপনাকে মিনিমাম ডিপোজিটের একটি রশিদ প্রদান করা হবে। এই রশিদটি নিয়ে ডিপোজিট কর্নারে গিয়ে টাকাটা জমা দিতে হবে।
আপনি যদি চেক বইয়ের জন্য অর্ডার করেন, তাহলে চেক বইয়ের পাতার উপর ভিত্তি করে অতিরিক্ত টাকা জমা দিতে হবে।
স্টুডেন্ট একাউন্টের চেকবই ও ডেবিট কার্ড পাওয়ার পদ্ধতি
স্টুডেন্ট একাউন্ট হোল্ডার হিসেবে আপনার প্রয়োজনে আপনি এটিএম থেকে টাকা তুলতে বা জমা করতে পারবেন। এজন্য একাউন্ট ওপেন করার পর আপনাকে ব্যাংক থেকে সাথে সাথেই একটি এটিএম কার্ড প্রদান করা হবে, যেটি মূলত ভিসা কার্ড।
তবে আপনি যদি আপনার নাম লিখিত স্টুডেন্ট ভিসা কার্ড পেতে চান, তাহলে সেটি আপনাকে ব্যাংকে তখনই জানাতে হবে। এক্ষেত্রে তারা ১৫ দিনের মধ্যেই আপনাকে আপনার নাম প্রিন্টেড করা একটি ভিসা কার্ড প্রদান করবেন।
অন্যদিকে, স্টুডেন্ট একাউন্টের জন্য যদি আপনার চেক বইয়ের প্রয়োজন হয়, তবে সেটিও আপনাকে জানাতে হবে। সাধারণত, চেক বইয়ের প্রতিটা পাতার জন্য পাঁচ টাকা প্রদান করতে হবে।
আপনি যদি দশ পাতার চেক বই চান, সেক্ষেত্রে মিনিমাম ডিপোজিটের ১০০ টাকার উপরে ৫০ টাকা প্রদান করতে হবে। আর যদি আপনি ২০ পাতার চেক বই চান, সে ক্ষেত্রে ১০০ টাকা প্রদান করতে হবে।
ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট এর ইন্টারেস্ট রেট
ইসলামী ব্যাংকে হালাল ইন্টারেস্টের সিস্টেম রয়েছে। এর মানে, আপনাকে সরাসরি সুদ প্রদান না করে, আপনার জমাকৃত অর্থ তারা ইনভেস্ট করবে। এরপর ইনভেস্ট থেকে প্রাপ্ত অর্থ আপনার সাথে ভাগাভাগি করবে।
ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে বছরে দুইবার এই লভ্যাংশ প্রদান করা হয়। স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে সরাসরি কোনো ইন্টারেস্টের উল্লেখ নেই; বিভিন্ন বিষয়ের উপর বিবেচনা করে এই লভ্যাংশ প্রদান করা হয়।
IBBL স্টুডেন্ট একাউন্টের মেয়াদ ও মেয়াদ শেষে করণীয়
ব্যাংকের স্টুডেন্ট একাউন্টের মেয়াদ সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত।
৩০ বছর পূর্ণ হওয়ার পর আপনার স্টুডেন্ট একাউন্টটি রেগুলার সেভিংস একাউন্টে কনভার্ট হয়ে যাবে, অথবা আপনাকে ৩০ বছর পূর্ণ হওয়ার আগেই ব্যাংকে জানাতে হবে।
অ্যাকাউন্টটি রেগুলার সেভিংস একাউন্টে কনভার্ট হয়ে যাওয়ার পর স্টুডেন্ট একাউন্ট সম্পর্কিত আর কোনো সুযোগ-সুবিধা আপনি পাবেন না। এরপর রেগুলার সেভিংস একাউন্টের মত ভিন্ন ধরনের ফি আপনাকে প্রদান করতে হবে।
স্টুডেন্ট একাউন্টের লেনদেনের সীমা
ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্টের লেনদেনের বিষয়ে সঠিক কোনো তথ্য তাদের অফিসিয়াল সাইটে উল্লেখ করা নেই। আপনি কত টাকা প্রতিদিন বা প্রতি মাসে লেনদেন করতে পারবেন, সেটি আপনাকে ব্যাংক থেকে জেনে নিতে হবে।
তবে সাধারণ ক্ষেত্রে, আপনি প্রতিদিন এক লাখ টাকা ট্রানজেকশন করতে পারবেন। যেহেতু আপনি স্টুডেন্ট, এজন্য প্রতিদিন খুব বেশি টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যাংক আপনাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে।
FAQs – Islami Bank Student Account
ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট লেনদেন লিমিট?
ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টে (e-KYC ভিত্তিক) সাধারণত প্রতি মাসে সর্বোচ্চ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা পর্যন্ত লেনদেন করা যায়।
আমি কি বিদেশে অবস্থান করাকালীন স্টুডেন্ট একাউন্ট ওপেন করতে পারব?
হ্যাঁ, আপনি যদি বাংলাদেশী হিসেবে বিদেশে অবস্থান করেন, তাহলে CellFin অ্যাপের মাধ্যমে একাউন্ট রেজিস্টার করতে পারবেন। কিন্তু একাউন্ট এক্টিভেট করার জন্য অবশ্যই আপনাকে নিজ দেশে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে ভিজিট করতে হবে।
আমি যদি স্টুডেন্ট না হই, তাহলে কি স্টুডেন্ট একাউন্ট ওপেন করতে পারবো?
ইসলামী ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট ওপেন করার ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড কিংবা ইনস্টিটিউশনের প্রধান হতে প্রত্যায়ন পত্র প্রয়োজন হয়। এটি যদি আপনি প্রদান করতে না পারেন, তাহলে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না।
১৮ বছর হওয়ার আগেই কি আমি স্টুডেন্ট একাউন্ট ওপেন করতে পারব ইসলামী ব্যাংকে?
না, স্টুডেন্ট একাউন্ট ওপেন করার প্রধান শর্ত হচ্ছে, স্টুডেন্টকে অবশ্যই কমপক্ষে ১৮ বছর বয়স্ক হতে হবে।
আমি কি ইসলামী ব্যাংকে একই সাথে স্টুডেন্ট একাউন্ট এবং সেভিংস একাউন্ট পরিচালনা করতে পারব?
হ্যাঁ, আপনি চাইলে ইসলামী ব্যাংকে একটি স্টুডেন্ট একাউন্টের পাশাপাশি সেভিংস একাউন্ট ওপেন করে নিয়ে সেটি পরিচালনা করতে পারবেন, যদি আপনি এর জন্য এলিজিবল হয়ে থাকেন।
ইসলামী ব্যাংক একাউন্ট সম্পর্কে জানতে তাদের কাস্টমার কেয়ারে কিভাবে যোগাযোগ করবো?
ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য কল করুন ১৬২৫৯, বিদেশ থেকে (+৮৮০)-২-৮৩৩১০৯০।

আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

2 Comments