ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৬
আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।
আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।
আমাদের ব্যাংক অ্যাকাউন্টের এটিএম কার্ড থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে আমরা দূরে গিয়ে এটিএম থেকে টাকা তোলার পরিবর্তে ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করে নেই এবং হাতের নাগাল থেকেই তা ক্যাশ আউট করতে পারি।
এজন্য আগে জানতে হবে যে কিভাবে ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে।
এই পদ্ধতি আলোচনা করা হয়েছে এই আর্টিকেলে। চলুন তাহলে জেনে নেওয়া যাক Card to bKash Transfer সংক্রান্ত বিস্তারিত পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।
ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করার জন্য কি কি লাগে?
ব্যাংক টু বিকাশ ট্রান্সফার করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ভিসা ডেবিট কিংবা মাস্টার কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করা।
এজন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের ভিসা ডেবিট কার্ড নাম্বার, ডেবিট কার্ডের এক্সপায়ার ডেট, ডেবিট কার্ডের সিভিএন, আপনার নাম এবং বিকাশ একাউন্ট নাম্বার প্রয়োজন হবে।
আপনি সরাসরি ব্যাংক একাউন্ট থেকেও কার্ড ছাড়া টাকা ট্রান্সফার করতে পারবেন। তবে এতে ব্যাংক একাউন্ট সম্পর্কিত অতিরিক্ত তথ্যের প্রয়োজন হবে।
ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
ব্যাংক একাউন্টের ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে কিভাবে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে হয়, তার বিস্তারিত পদ্ধতি তুলে ধরা হয়েছে এখানে।
সুতরাং, Bank to bKash Add Money এর জন্য নিচে উল্লেখিত পদ্ধতি ভালোভাবে অনুসরণ করুন।
- প্রথমে আপনার বিকাশ অ্যাপে লগইন করুন।
- এরপর হোম পেজ থেকে “অ্যাড মানি” অপশনে ক্লিক করুন।

- এরপর স্ক্রিনে দুইটি অপশন চলে আসবে, যেমন ব্যাংক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ।
- আপনি যদি আপনার ব্যাংক একাউন্টের তথ্য প্রদান করে টাকা ট্রান্সফার করতে চান, তাহলে ব্যাংক টু বিকাশ অপশনটি সিলেক্ট করুন।

- আর যদি শর্টকাট পদ্ধতির মাধ্যমে কার্ড থেকে বিকাশে টাকা আনতে চান, তাহলে কার্ড টু বিকাশ অপশনটি সিলেক্ট করুন।
- এর পরবর্তী পর্যায়ে ব্যাংকের তথ্য কিংবা কার্ডের তথ্য প্রদান করতে হবে। আপনি যদি কার্ডের মাধ্যমে ট্রান্সফার করেন, তাহলে পরবর্তী ধাপে মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ডের যেকোনো একটি সিলেক্ট করতে হবে।

- এর পরবর্তী ইন্টারফেসে আপনার বিকাশ একাউন্ট নাম্বার প্রদান করতে হবে এবং নিচে কত টাকা অ্যাড মানি করতে চাচ্ছেন, তার অ্যামাউন্ট লিখতে হবে।

- এরপর “Next” বাটনে প্রেস করুন।
- এর পরবর্তী ধাপে আপনার কাজ হচ্ছে কার্ডের তথ্য প্রদান করা, যেমন আপনার কার্ডের নাম্বার, কার্ড হোল্ডারের নাম, কার্ডের এক্সপায়ার ডেট এবং CVN। কার্ডের CVN আপনি কার্ডের পিছনের অংশে পেয়ে যাবেন।
- সুতরাং, এই তথ্যগুলো প্রদান করে “Continue” বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার ব্যাংক একাউন্টের সাথে কানেক্টেড মোবাইল নাম্বারে ব্যাংক থেকে একটি OTP আসবে। এটি প্রদান করে “Confirm” বাটনে ক্লিক করতে হবে।

- তাহলে এটি প্রসেসিং দেখাবে এবং সব তথ্য ঠিক থাকলে সফলভাবে ব্যাংক একাউন্ট থেকে আপনার বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে।
প্রয়োজনে আরও পড়তে পারেন- বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে কত সময় লাগে?
ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে আপনার শুধুমাত্র তথ্যগুলো প্রদান করার জন্য যে সময়টা প্রয়োজন, তার বেশি সময় প্রয়োজন হবে না।
টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে এটি প্রসিড হলেই সাথে সাথে আপনার বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। সুতরাং, পুরো প্রসেসটি সম্পন্ন করতে আপনার দুই থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো সময় লাগতে পারে।
ব্যাংক টু বিকাশ ট্রান্সফার লিমিটেশন
ব্যাংক থেকে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে কিছুটা লিমিটেশন রয়েছে।
অনেক ব্যাংকের ক্ষেত্রেই প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার টাকার ট্রান্সফার করা যাবে এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা আপনার ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে ট্রান্সফার করতে পারবেন।
ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে কি ফি লাগে?
না, ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে বিকাশ অ্যাপের মাধ্যমে অ্যাড মানি করার ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না। এটি সম্পূর্ণ ফ্রিতে ট্রান্সফার করতে পারবেন।
বিদেশ থেকে কি ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো যায়?
আপনি অবশ্যই এটি পারবেন। যদি আপনি দেশের বাইরে অবস্থান করেন এবং আপনার ব্যাংক একাউন্ট থেকে থাকে, তাহলে আপনার ব্যাংক একাউন্ট থেকে সরাসরি আপনার নিজ দেশের যেকোনো কারোর বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন। এক্ষেত্রেও কোনো চার্জ প্রযোজ্য হবে না।

আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

2 Comments