নগদ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার নিয়ম, ফি ও লিমিট ২০২৬

Asif Mahmud

আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

Asif Mahmud

আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

আমরা যারা নগদ একাউন্ট ব্যবহার করি, তাদের অনেক ক্ষেত্রে ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর প্রয়োজন হতে পারে। অবশ্য এর কিছু কারণ রয়েছে।

তো কারণ যাই হোক না কেন, আপনি কিভাবে নগদ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং কত টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন? চলুন এই সংক্রান্ত তথ্যগুলো জেনে নেওয়া যাক এই আর্টিকেলে উপস্থাপন করা পদ্ধতি থেকে।

নগদ টু ব্যাংক ট্রান্সফার

বিভিন্ন কারণের ভিত্তিতে আমরা নগদ একাউন্ট থেকে আমাদের ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করে নেই। এর মধ্যে উল্লেখযোগ্য যেসব কারণ হতে পারে, সেগুলো হচ্ছে:

  • ব্যাংক থেকে যদি কোথাও পে করতে হয়, তাহলে সে ক্ষেত্রে যদি ব্যাংকে সামান্য কিছু টাকার ঘাটতি থাকে, তাহলে সেই টাকাটা পূরণ করার জন্য নগদ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে ট্রান্সফারের প্রয়োজন হতে পারে।
  • যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ছয় মাস ধরে কোন ট্রানজেকশন না করেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। এজন্য ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখার জন্য মাঝেমধ্যে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রেও নগদ একাউন্ট ব্যবহার করা হতে পারে।
  • আপনার নগদ একাউন্টে যদি অনেক টাকা থাকে, সেক্ষেত্রে টাকাটা যদি আপনি আপনার ব্যাংকে রাখতে চান, সে রাখার জন্যও নগদ একাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করার প্রয়োজন দেখা দিতে পারে।

এছাড়াও অনেকের পার্সোনালি বিভিন্ন কারণ থাকতে পারে, যার জন্য নগদ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করে থাকে।

নগদ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে কী কী লাগে?

আপনি যদি আপনার নগদ টু ব্যাংক ফান্ড ট্রান্সফার করেন, সে ক্ষেত্রে আপনার ওই ব্যাংক একাউন্টের ভিসা ডেবিট কার্ড থাকতে হবে।

ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে মূলত নগদ বা অন্য যে কোন মোবাইল ব্যাংকিং থেকে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করা হয়।

এছাড়াও আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। সে ক্ষেত্রে এটি ট্রান্সফার হতে সময় বেশি প্রয়োজন হয়।

নগদ থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর নিয়ম

তো চলুন এবার আলোচনার মূল পয়েন্টে যাওয়া যাক, কিভাবে আপনি নগদ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করবেন। সেটি নিচে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে।

সুতরাং নিচের স্টেপগুলো ফলো করুন এবং আপনার নগদ একাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ দুই মিনিটের মধ্যেই টাকা ট্রান্সফার করুন।

  • প্রথমেই আপনার Nagad অ্যাপে লগইন করুন। নগদ অ্যাপ Play Store কিংবা App Store থেকে ইনস্টল করতে পারবেন ।
  • এরপর হোম পেজ থেকে Transfer Money অপশনে ক্লিক করুন।

Nagad to Bank Transfer: How to Transfer Money From Nagad to Bank

  • এরপর উপরে Bank Name কিংবা Visa Debit Card Name লেখার অপশন আসবে।
  • কার্ডের মাধ্যমে ট্রান্সফার করতে হলে এখানে Visa Debit Card সিলেক্ট করুন।

নগদ থেকে ব্যাংক কার্ডে টাকা পাঠানোর নিয়ম

  • এর পরবর্তী পেজে আপনাকে আপনার ভিসা ডেবিট কার্ডের নাম্বার প্রদান করতে হবে।

কার্ডের পরিবর্তে সরাসরি ব্যাংকেও ট্রান্সফার করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে প্রথমে ব্যাংকের সকল তথ্য সেইভ করতে হবে, তারপর সিলেক্ট করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে যেটা তুলনামূলক জটিল। এজন্য কার্ডের মাধ্যমে সহজেই ট্রান্সফার করা সম্ভব এবং ট্রান্সফারের সুবিধার্তে এটাই সিলেক্ট করুন।

  • যদি আপনি পরবর্তীতে ও টাকা ট্রান্সফার করতে চান, সে ক্ষেত্রে Remember me অপশনটিতে টিক মার্ক দিয়ে দিন।

নগদ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করার নিয়ম

  • এরপর নিচে Proceed বাটনে ক্লিক করুন।
  • এর পরবর্তী ইন্টারফেসে আপনি কত টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন, সেই অ্যামাউন্ট লিখতে হবে। এমাউন্ট প্রদান করে পরবর্তী বাটনে ক্লিক করুন।
  • এরপর নেক্সট ইন্টারফেসে আপনার নগদ একাউন্টের পিন নাম্বার প্রদান করতে হবে।
  • সুতরাং PIN প্রদান করে পরবর্তী ধাপে Tap করে ধরে রাখলে মানি ট্রান্সফার হয়ে যাবে।
  • কিছু মুহূর্ত পরেই আপনার ফোনে ব্যাংক কর্তৃক ফান্ড ট্রান্সফারের একটি কনফার্মেশন এসএমএস চলে আসবে।

প্রয়োজনে আরও পড়তে পারেন- বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

নগদ টু ব্যাংক ফান্ড ট্রান্সফার করতে কত সময় লাগে?

নগদ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টের টাকা ট্রান্সফারের যে ধাপগুলো রয়েছে, এগুলো সম্পন্ন হতে ২ থেকে ৩ মিনিট সময়ের প্রয়োজন।

টাকা ট্রান্সফার হয়ে গেলে ব্যাংক থেকে কনফার্মেশন এসএমএস চলে আসতে সামান্য কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। সুতরাং, এই মোট প্রসেসটি সম্পন্ন হতে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগতে পারে।

তবে, যদি আপনি নগদ একাউন্ট থেকে কার্ড ছাড়া সরাসরি ব্যাংক একাউন্টে ট্রান্সফার করেন, সেক্ষেত্রে আপনার ফান্ড ট্রান্সফার হতে অনেক সময় প্রয়োজন হবে। কিছু কিছু ক্ষেত্রে ২৪ ঘণ্টার মতো সময় লাগতে পারে।

নগদ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার চার্জ

নগদ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে অবশ্যই চার্জ প্রযোজ্য। এক্ষেত্রে প্রতি এক হাজার টাকায় ১.৫০% চার্জ প্রযোজ্য হবে।

মনে করুন, আপনি ১০০০ টাকা Nagad একাউন্ট থেকে আপনার ব্যাংক একাউন্টে ট্রান্সফার করলেন। এক্ষেত্রে আপনার চার্জ প্রযোজ্য হবে ১৫ টাকা। অর্থাৎ, প্রতি এক হাজার টাকায় আপনাকে ১৫ টাকা ফি প্রদান করতে হবে।

নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানোর লিমিট

নগদ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে লিমিটেশন রয়েছে। আপনি সর্বনিম্ন ১০ টাকা ট্রান্সফার করতে পারবেন।

  • অন্যদিকে, প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন।
  • অপরদিকে, টাকা ট্রান্সফারের ক্ষেত্রে, আপনি দিনে সর্বোচ্চ ৫০ বার এবং মাসে সর্বোচ্চ ১০০ বার ট্রান্সফার করতে পারবেন।

নিচের টেবিলে এটি আমি বোঝার সুবিধার্থে আলাদাভাবে উল্লেখ করেছি:

বিষয় সীমা (Limit)
সর্বনিম্ন ১০ টাকা
দৈনিক সর্বোচ্চ ৫০,০০০ টাকা
মাসিক সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা
দৈনিক সর্বোচ্চ সংখ্যা ৫০ বার
মাসিক সর্বোচ্চ সংখ্যা ১০০ বার

কনফার্মেশন এসএমএস না আসলে করণীয় কী?

নগদ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে ট্রান্সফার করার ক্ষেত্রে কিছুটা সময় প্রয়োজন হয়। সুতরাং, দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলেই ব্যাংক থেকে কনফার্মেশন এসএমএস চলে আসবে।

তবে, অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও যদি আপনার ব্যাংক থেকে কনফার্মেশন এসএমএস না আসে, তাহলে প্রথমেই আপনার ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করুন।

কারণ, অনেক সময় ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার হওয়ার পরও এসএমএস আসতে কিছু সময় দেরি হতে পারে।

যদি ব্যাংক একাউন্টে ব্যালেন্স ট্রান্সফার না হয়ে থাকে, তাহলে আপনার কার্ড নাম্বারটি এবং নগদ থেকে সফলভাবে ট্রানজেকশন হয়েছে কিনা সেটি চেক করুন।

এরপরও যদি কনফার্মেশন এসএমএস না আসে, তাহলে আপনি নগদ একাউন্টের কাস্টমার কেয়ার 16167 নাম্বারে ডায়াল করে কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলুন।

নগদ থেকে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি সরাসরি আপনার ব্যাংকে যোগাযোগ করতে পারেন।

Asif Mahmud

আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *